প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৫
পিআর সহ ৫ দফা দাবিতে নরসিংদীতে ইসলামী আন্দোলনের মানববন্ধন.
পিআর সহ ৫ দফা দাবিতে নরসিংদীতে ইসলামী আন্দোলনের মানববন্ধন. মো: রহমাতুল্লাহ হাসান সোহান. নরসিংদী জেলা প্রতিনিধি. পিআর পদ্ধতিতে নির্বাচন. গণহত্যার বিচার. নির্বাচনে লেভেল ফিল্ড নিশ্চিত. জুলাই সনদের আইনি ভিত্তি. আওয়ামী লীগ জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে দেশ ব্যাপী জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর ) বেলা ১১ টার নরসিংদী প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।মানববন্ধনে বক্তারা বলেন, আমরা গত ৫৪ বছর দেখেছি এদেশের রাজনীতিবিদরা স্বার্থের রাজনীতি করে গেছেন। লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। হত্যা, গুম, সন্ত্রাসী,চাঁদাবাজি হয়েছে। স্বার্থের রাজনীতি করতে পারবে না বলে আজ অনেকে পিআর নির্বাচনের বিরোধিতা করছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শতভাগ ভোটের মূল্যায়ন হবে। সংসদে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি থাকবে। কেও একনায়কতন্ত্র কায়েম করতে পারবেনা.তারা আরো বলেন.এদেশের জনগন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই সরকারকে বলতে চাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করার ব্যবস্থা করুন অন্যথায় এদেশের জনগন আপনাদের রুখে দিবে। ২৪ এর পরে এদেশের মানুষ অনেক সচেতন হয়েছে, অধিকার আদায়ে রক্ত দিতে শিখেছে। প্রয়োজন হলে আবারও রক্ত দিতে প্রস্তুত এদেশের মানুষ।এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি ওহাব মোল্লা, সহ-সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়া, মুফতি কাউছার আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ- সভাপতি মোবারক হোসেন. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি আতিকুল ইসলাম আরো উপস্থিত ছিলেন থানা. পৌরসভার নেতৃবৃন্দ.
কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত