শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬
মানচিত্র

পিআর পদ্ধতির দাবিতে বরিশালে জামায়াতের গণমিছিলে জনতার ঢল



পিআর পদ্ধতির দাবিতে বরিশালে জামায়াতের গণমিছিলে জনতার ঢল

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর টাউন হলে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা বাবর বলেন, ❝স্বাধীনতার ৫৪ বছরে দেশে একটি সত্যিকারের ভালো নির্বাচনও হয়নি। অধিকাংশ নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটেনি। এজন্যই জামায়াতে ইসলামী প্রচলিত ব্যবস্থার বিরোধিতা করছে। পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে কয়েকজন সন্ত্রাসী ও প্রভাবশালীর দাপটে ভোটের অধিকার হারানোর দিন শেষ হবে। এই কারণেই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে।❞

তিনি আরও বলেন,

মানবাধিকার, ভোটাধিকার এবং জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনার দাবিতে অসংখ্য শহীদ জীবন উৎসর্গ করেছেন। সেই জনরায়কে উপেক্ষা করে সরকার যদি ষড়যন্ত্রমূলক নির্বাচনের পথে হাঁটে, তবে জনগণই তার প্রতিরোধ গড়ে তুলবে।❞

তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের এই পাঁচ দফা দাবি বিবেচনা করবে এবং আন্দোলনের প্রয়োজন হবে না। একইসঙ্গে আগামী ১২ অক্টোবর (রবিবার) প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বরিশালবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারী মাওলানা মতিউর রহমান (সঞ্চালক), সহকারী সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, বরিশাল মহানগর শিবিরের সেক্রেটারী আবদুর রহমান সুজন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমানসহ মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিশাল গণমিছিলটি টাউন হল চত্বর থেকে শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, লাইনরোড প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

আপনার মতামত লিখুন

মানচিত্র

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬


পিআর পদ্ধতির দাবিতে বরিশালে জামায়াতের গণমিছিলে জনতার ঢল

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫

featured Image

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীর টাউন হলে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা বাবর বলেন, ❝স্বাধীনতার ৫৪ বছরে দেশে একটি সত্যিকারের ভালো নির্বাচনও হয়নি। অধিকাংশ নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটেনি। এজন্যই জামায়াতে ইসলামী প্রচলিত ব্যবস্থার বিরোধিতা করছে। পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে কয়েকজন সন্ত্রাসী ও প্রভাবশালীর দাপটে ভোটের অধিকার হারানোর দিন শেষ হবে। এই কারণেই কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে।❞

তিনি আরও বলেন,

মানবাধিকার, ভোটাধিকার এবং জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনার দাবিতে অসংখ্য শহীদ জীবন উৎসর্গ করেছেন। সেই জনরায়কে উপেক্ষা করে সরকার যদি ষড়যন্ত্রমূলক নির্বাচনের পথে হাঁটে, তবে জনগণই তার প্রতিরোধ গড়ে তুলবে।❞

তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের এই পাঁচ দফা দাবি বিবেচনা করবে এবং আন্দোলনের প্রয়োজন হবে না। একইসঙ্গে আগামী ১২ অক্টোবর (রবিবার) প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বরিশালবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারী মাওলানা মতিউর রহমান (সঞ্চালক), সহকারী সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, বরিশাল মহানগর শিবিরের সেক্রেটারী আবদুর রহমান সুজন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমানসহ মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিশাল গণমিছিলটি টাউন হল চত্বর থেকে শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, লাইনরোড প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলে এসে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।


মানচিত্র

বিকশিত হোক সত্য

কপিরাইট © ২০২৬ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত