খুলনার কয়রায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাতদল ‘ছোটন বাহিনী’র এক সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম সাগর শেখ ওরফে জয় শীল (৪১)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনী খুলনার কয়রা উপজেলার রায়নদী সংলগ্ন খাশিটানা খালে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনী কন্টিনজেন্ট কয়রার সদস্যরা যৌথভাবে অভিযান চালায়।অভিযান চলাকালে ডাকাতরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড ফাঁকা কার্তুজসহ সাগর শেখকে আটক করে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সাগর দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিয়মিতভাবে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে ডাকাত দলকে সহযোগিতা করতেন।’আটক ব্যক্তি ও জব্দ করা অস্ত্র–গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।সিয়াম-উল-হক বলেন, ‘সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।