ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)–এর সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া বলেছেন যে আইসিসি এখনও পর্যন্ত বাংলাদেশ দলের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠি পাঠিয়েছে, যাতে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ দলের ম্যাচ শ্রীলঙ্কা-তে নেওয়ার অনুরোধ করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজক এই টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হবে। থাকা সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপের চারটি ম্যাচের প্রত্যেকটিই ভারতে–ই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তিনটি কলকাতা–তে এবং একটি মুম্বাই–তে। ভারতের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে আইসিসি চর্চা করছে বাংলাদেশকে ভারতের ভিন্ন দুটি শহরে (যেমন: চেন্নাই বা তিরুভনন্তপুরম) খেলানোর সম্ভাবনার কথা, কিন্তু বিসিসিআই এখন পর্যন্ত এর কোনো তথ্য পাননি। বিসিবি ও জাতীয় ক্রীড়া উপদেষ্টা অফিসের বক্তব্যে বলা হয়েছে, নিরাপত্তা শঙ্কা এবং সময় সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা-তে ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে। এটি মূলত আইসিসি ও বিসিসির মধ্যে চলছে আলোচনার বিষয়, এবং আসন্ন বিশ্বকাপ শুরুর মাত্র এক মাসেরও কম সময় বাকি থাকায় এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি।