শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
মানচিত্র

বৈষম্য কাটিয়ে শ্রমিক বাঁচুক


প্রকাশ : ০২ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বৈষম্য কাটিয়ে শ্রমিক বাঁচুক

আমি একজন শ্রমিক, এটাই আমার পরিচয়।

কিন্তু তুমি ভুলে যাও শ্রমিকরাও মানুষ। 

কখনো জানতে চেয়েছো?  

কতখানি বোবা কান্না জমে আছে আমার বুকে?

জানতে চাইবেই বা কি করে? 

তুমি তো শিক্ষিত, ভদ্র, টাকাওয়ালা, বিনয়ী, সভ্যতার টিকাদারি নাম দিয়ে পায়ের উপর পা তুলে বসে আছো।

এসব মিথ্যা জৌলুসের আড়ালে তুমি হারিয়েছ তোমার কোমল মনটিও।

আমায় তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি যেন সাহেব বনে যাও।

আমায় তুই তুকারি করে, তুমি পৈশাচিক আনন্দ খুঁজে পাও।

আমার গা থেকে দূর্গন্ধ বের হয় বলে তুমি রোজ নাক শিটকাও।

তুমি ভুলে যাও - 

আমার গা থেকে দূর্গন্ধ বের হয় বলেই তোমার গা থেকে পারফিউমের গন্ধ বের হয়। 

ভুলে যাও - 

আমার পাঁজর ভাঙা পরিশ্রমে গড়ে উঠে তোমার সুসজ্জিত প্রাসাদ।

হতে পারে আমার গায়ে দামি পোশাক নেই, 

কিন্তু আমার নিখুঁত হাতে তৈরি হয় তোমার স্বপ্নের পোশাক।

হাড় ভাঙা পরিশ্রম করিয়ে তুমি আমায় নাম মাত্র মাইনে দাও।

অবসর বা আনন্দ সে তো আমার কাছে বিলাসিতা!

মনে রেখো -

আমার ঘাম দিয়ে ইতিহাস লেখা হয়।

দেশের অর্থনীতির চাকা এগিয়ে যায়।

আপনার মতামত লিখুন

মানচিত্র

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫


বৈষম্য কাটিয়ে শ্রমিক বাঁচুক

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৫

featured Image

আমি একজন শ্রমিক, এটাই আমার পরিচয়।

কিন্তু তুমি ভুলে যাও শ্রমিকরাও মানুষ। 

কখনো জানতে চেয়েছো?  

কতখানি বোবা কান্না জমে আছে আমার বুকে?

জানতে চাইবেই বা কি করে? 

তুমি তো শিক্ষিত, ভদ্র, টাকাওয়ালা, বিনয়ী, সভ্যতার টিকাদারি নাম দিয়ে পায়ের উপর পা তুলে বসে আছো।

এসব মিথ্যা জৌলুসের আড়ালে তুমি হারিয়েছ তোমার কোমল মনটিও।

আমায় তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি যেন সাহেব বনে যাও।

আমায় তুই তুকারি করে, তুমি পৈশাচিক আনন্দ খুঁজে পাও।

আমার গা থেকে দূর্গন্ধ বের হয় বলে তুমি রোজ নাক শিটকাও।

তুমি ভুলে যাও - 

আমার গা থেকে দূর্গন্ধ বের হয় বলেই তোমার গা থেকে পারফিউমের গন্ধ বের হয়। 

ভুলে যাও - 

আমার পাঁজর ভাঙা পরিশ্রমে গড়ে উঠে তোমার সুসজ্জিত প্রাসাদ।

হতে পারে আমার গায়ে দামি পোশাক নেই, 

কিন্তু আমার নিখুঁত হাতে তৈরি হয় তোমার স্বপ্নের পোশাক।

হাড় ভাঙা পরিশ্রম করিয়ে তুমি আমায় নাম মাত্র মাইনে দাও।

অবসর বা আনন্দ সে তো আমার কাছে বিলাসিতা!

মনে রেখো -

আমার ঘাম দিয়ে ইতিহাস লেখা হয়।

দেশের অর্থনীতির চাকা এগিয়ে যায়।


মানচিত্র

বিকশিত হোক সত্য

কপিরাইট © ২০২৫ মানচিত্র । সর্বস্বত্ব সংরক্ষিত