সলিডারিটি আয়োজিত চিলমারী উপজেলা হলরুমে সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত
আখতারুজ্জামান আসিফ, চিলমারী, কুুড়িগ্রাম: সলিডারিটি আয়োজিত চিলমারী উপজেলা হলরুমে সকাল ১১টায় (SPiRiT) স্পিট প্রকল্প অবহিত করুন সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সবুজ কুমার বসাক, টিডিএইচ(Tdh) কুুড়িগ্রাম ইনচার্জ জনাব আমিনুল ইসলাম, জনাব আব্দুল হালিম, একাডেমীক সুপারভাইজারসহ উপজেলা কর্মকর্তাগন, সলিডারিটি প্রতিনিধি জনাব ইয়াসিন মিয়া জানান কুুড়িগ্রাম জেলার তিনটি উপজেলা, কুুড়িগ্রাম সদর, উলিপুর ও চিলমারী উপজেলার ইউনিয়নগুলোতে ১২-২৪ বছরের কিশোর কিশোরীদের খেলাধুলা, ক্লাইমেট চেন্জসহ আরো কিছু ইভেন্ট নিয়ে কাজ করেন, বর্তমানে চিলমারী উপজেলার থানাহাট, নয়ারহাট ও চিলমারী ইউনিয়নে কাজ করবেন, ১২-২৪ বছরের কিশোর কিশোরীদেরকে মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে আনা নানান ধরনের খারাপ কার্যকলাপ থেকে ফিরিয়ে এনে ফুটবল, হ্যান্ডবল এবং বিভিন্ন ট্র্যাডিশনাল খেলা যা আজকাল হারিয়ে গিয়েছে, সেইসকল খেলাসহ অন্যান্য খেলাগুলোকে আরো জোড়দার করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা ও তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছেন (SPiRiT) স্পিট প্রজেক্ট। সলিডারিটি প্রতিনিধি আরো জানান এই প্রজেক্টটি সময় বাড়িয়ে ২০২৯ পর্যন্ত হয়েছে।স্পরীট প্রজেক্ট কুড়িগ্রাম সদর, উলিপুরে ও চিলমারীতে গত তিন বছর থেকে কাজ চলছে , এবং দ্বিতীয়বারের মতো চতুর্থ বছরে প্রজেক্টে টি চলমান আছে। থানাহাট নয়ারহাট, চিলমারী আমিনুল ইসলাম, আরো জানা প্রজেক্টটি ২০২৯ সাল পযন্ত চলবে।