মনোহরদী প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদের ১ম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান. মনোহরদী উপজেলা প্রতিনিধি. মনোহরদী প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ১ম কেন্দ্রীয় পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলার মডেল হিফজুল কোরআন মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনোহরদী প্রাইভেট ঐক্য মাদ্রাসা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ রাশিদুল হাসান তানিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মনোহরদী প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার শাহ আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ. বিভিন্ন মাদরাসার প্রধান শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা। ১ম কেন্দ্রীয় পরিক্ষায় অংশ নেওয়া মনোহরদী উপজেলার বিভিন্ন প্রাইভেট মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় হামদ-নাত, কবিতা আবৃত্তি, তেলাওয়াত, ইসলামী সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের প্রতিভা দেখে সন্তোষ প্রকাশ করেন। বক্তারা বলেন, প্রাইভেট মাদরাসাগুলোর মানোন্নয়নে কেন্দ্রীয় পরীক্ষা একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ পরীক্ষার আয়োজন করা হবে বলে তারা আশা প্রকাশ করেন। অবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।