বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬
মানচিত্র

রাজনীতি

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জুলাই সম্মুখ-যোদ্ধাদের নিরাপত্তা জরুরি — অধ্যাপক আশরাফ আলী আকন

দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে—জুলাই সম্মুখ-যোদ্ধাদের নিরাপত্তা জরুরি— অধ্যাপক আশরাফ আলী আকনআজ ১৩ ডিসেম্বর, শনিবার, দুপুর ২টায় শিবপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা হারুনুর রশিদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম মোল্লা প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন—দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। নির্বাচনী মাঠে প্রার্থী, এজেন্ট, দায়িত্বশীল নেতাকর্মী এবং জুলাই সম্মুখ-যোদ্ধাদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাধা দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।প্রধান বক্তা জেলা সভাপতি আলহাজ্ব আশরাফ উদ্দিন ভূঁইয়া বলেন—“অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান পূর্বশর্ত হলো নির্বাচনী মাঠে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই সম্মুখ-যোদ্ধাদের ওপর হামলা বা ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার হরণ করা যাবে না। রাষ্ট্রকে অবশ্যই নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”প্রধান আকর্ষণ — নরসিংদী-৩ (শিবপুর) আসনের হাতপাখার এমপি প্রার্থী মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া বলেন—শিবপুর আজ অবহেলিত ও বঞ্চিত জনপদে পরিণত হয়েছে। কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, যুবসমাজ বেকারত্বে জর্জরিত, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। ভাঙা রাস্তাঘাট ও দুর্বল অবকাঠামো সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে দিয়েছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব। জনগণের রায়ে নির্বাচিত হলে ইনশাআল্লাহ শিবপুরকে দুর্নীতি, বৈষম্য ও অবহেলা মুক্ত করে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক জনপদে রূপান্তর করা হবে।কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি আনোয়ার পারভেজ খান, আট দলের শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর কাউছার, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রাকিবুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সহ-সভাপতি জনাব নঈম উদ্দিন সরকার, মাওলানা নাসির উদ্দিন সরকার, শ্রমিক নেতা আসাদুজ্জামান, যুবনেতা আফজাল হোসেন, ছাত্রনেতা সোহাগ সিকদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জুলাই সম্মুখ-যোদ্ধাদের নিরাপত্তা জরুরি — অধ্যাপক আশরাফ আলী আকন