
শনিবার বিকালে রাজধানীর মিরপুর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক তাহমিনা আখতার।
বিশেষ অতিথি ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মো. শাকিল মোল্লা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত সভাপতি আখলাক আহম্মদ।
প্রতিষ্ঠানটির গণিত বিভাগের সহকারী শিক্ষক ফরহাদুল ইসলাম ও বাংলা বিভাগে সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ও সংগীত পরিবেশন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকরা অংশ নেন।
কবি আব্দুল হাই শিকদার বলেন, বেঁচে থাকার জন্য যেমন দরকার আলো বাতাস খাদ্য ও পানি, বাংলাদেশের জন্যও সেই রকম প্রয়োজনীয় নজরুল। তিনি আমাদের সাহিত্যের অধিক সাহিত্য। জীবনের অধিক জীবন। কারণ, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা এবং নজরুল এক অবিভাজ্য সত্তা। এর বিভাজন হয় না। দুধের সঙ্গে সাদা রঙ্গের যে সর্ম্পক, দেহের সঙ্গে আত্মার যেমন সর্ম্পক, সেই সর্ম্পক হচ্ছে বাংলাদেশের সঙ্গে কাজী নজরুলের। একটার সঙ্গে একটা আলাদা করা যায় না।আবেগের সঙ্গে বেগ, প্রেম ও প্রকৃতির সঙ্গে বিপ্লব, বিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, শ্রমজীবীর ঘামের সঙ্গে মরমিবাদ, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার যে জ্যোতির্ময় মিশ্রণ নজরুলে, তা আর কোথাও নেই। বাংলা ভাষায় কাজী নজরুল ইসলাম ছাড়া অন্য কিছু পাওয়া যায় না।
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৫
শনিবার বিকালে রাজধানীর মিরপুর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক তাহমিনা আখতার।
বিশেষ অতিথি ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মো. শাকিল মোল্লা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত সভাপতি আখলাক আহম্মদ।
প্রতিষ্ঠানটির গণিত বিভাগের সহকারী শিক্ষক ফরহাদুল ইসলাম ও বাংলা বিভাগে সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ও সংগীত পরিবেশন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকরা অংশ নেন।
কবি আব্দুল হাই শিকদার বলেন, বেঁচে থাকার জন্য যেমন দরকার আলো বাতাস খাদ্য ও পানি, বাংলাদেশের জন্যও সেই রকম প্রয়োজনীয় নজরুল। তিনি আমাদের সাহিত্যের অধিক সাহিত্য। জীবনের অধিক জীবন। কারণ, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা এবং নজরুল এক অবিভাজ্য সত্তা। এর বিভাজন হয় না। দুধের সঙ্গে সাদা রঙ্গের যে সর্ম্পক, দেহের সঙ্গে আত্মার যেমন সর্ম্পক, সেই সর্ম্পক হচ্ছে বাংলাদেশের সঙ্গে কাজী নজরুলের। একটার সঙ্গে একটা আলাদা করা যায় না।আবেগের সঙ্গে বেগ, প্রেম ও প্রকৃতির সঙ্গে বিপ্লব, বিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, শ্রমজীবীর ঘামের সঙ্গে মরমিবাদ, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার যে জ্যোতির্ময় মিশ্রণ নজরুলে, তা আর কোথাও নেই। বাংলা ভাষায় কাজী নজরুল ইসলাম ছাড়া অন্য কিছু পাওয়া যায় না।
আপনার মতামত লিখুন